প্রিয় ট্রেন যাত্রী আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালই আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে। আপনে নিশ্চয় রাজশাহী টু ঢাকা ট্রেন যোগে যাত্রা করবেন? যদি তাই হয়ে থাকে এই পোস্টটি আপনার জন্য একমাত্র প্রয়োজনীয় সাইট। amlye.com সাইটে আমি তথ্য প্রযুক্তি সম্পর্কিত লেখালেখি পোস্ট করে থাকি।
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে কোন তথ্য জানা না থাকে, চিন্তার কোন কারন নেই আমি আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা হইতো বা অনকে সাইট খুঁজে দেখেছেন কিন্তু সঠিক কোন তথ্য পাননি। রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী দেওয়ার চেষ্টা করব। ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা পেতে ক্লিক করুন।
রাজশাহী হইতে ঢাকা স্টেশন পর্যন্ত মোট 14 টি স্টেশন রয়েছে। যেমন রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া জামতৈল, এম এম আলী, বঙ্গবন্ধু সেতু, পূর্ব টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর জংশন, বিমানবন্দর (ঢাকা), ঢাকা (কমলাপুর)। দয়া করে বিনা টিকিটে ট্রেন ভ্রমন করার চেষ্টা করবেন না। বর্তমানে খুব করাকরি ভাবে টিকিট চেক করা হয়। বিনা টিকিটে ভ্রমন রত অবস্থায় কাউকে পাইলে জরিমান বা জেল পর্যন্ত হতে পারে।
রাজশহিী টু ঢাকা ট্রেনের সময়সূচী
রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী মেনে যে সকল আন্ত:নগর ট্রেন নিয়মিত চলাচল করে তাদের নম হল ধূমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস । এই ট্রেন গুলো কখন ছাড়ে এবং কখন পৌঁছায় তা ছক আকরে নিচে সাজিয়ে দেওয়া হলো। দয়া করে আপনার ট্রেনের সময়সূচী কুজে বের করুন।
| ট্রেনের নাম | ট্রেন কোড | ছাড়ার সময় | পৌঁছার সময় | বন্ধের দিন |
|---|---|---|---|---|
| মধুমতি এক্সপ্রেস | 756 | 06:40 সকাল | 02:00 বিকাল | শনিবার |
| বনলতা এক্সপ্রেস | 792 | 06:50 সকাল | 11:35 সকাল | শুক্রবার |
| সিল্কসিটি এক্সপ্রেস | 754 | 07:40 সকাল | 01:10 দুপুর | রবিবার |
| পদ্মা এক্সপ্রেস | 760 | 04:00 বিকাল | 09:15 রাত | মঙ্গলবার |
| ধূমকেতু এক্সপ্রেস | 770 | 11:20 রাত | 04:40 রাত | বুধবার |
রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
আমরা হইতো অনেকেই জানিনা রাজশাহী থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত? আমি আপনাদের মাঝে শেয়ার করব ট্রেনের ভাড়া নিয়ে। ট্রেন ভ্রমন করতে হলে আগে আপনাকে আপনার গন্তব্যের ভাড়া কত তা জানতে হবে। তাই জানার জন্য আমার এই সাইটটি ফলো করতে পারেন। আশা করি আমি আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। নিচে ছক আকারে দেওয়া হলো।
কিছু গুরত্বপূর্ন প্রশ্ন ও উত্তর
আপনাদের মনে কিছু প্রশ্ন থাকতে পারে সেটি হইতো কোথাও খুজে পাবেন না। আমি সাধারন কিছু প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করব।
প্রশ্ন: রাজশাহী থেকে ঢাকা স্টেশন পর্যন্ত ট্রেনের মাধ্যেমে যেতে কত সময় লাগে?
উত্তর: রাজশাহী থেকে ঢাকা গামী ট্রেন গুলো যেতে প্রায় 5.30 ঘেন্টা থেকে 6 ঘন্টা বা তারও বেশী সময় লাগতে পারে।
প্রশ্ন: অনলাইনে ট্রেনের টিকিট কি ভাবে কাটতে হয়?
উত্তর: বাংলাদেশে অনলাইনে ট্রেনের টিকিট কাটা খুব সহজ। অফিসিয়াল অয়েবসাইট থেকে আপনারা মোবাইলের মাধ্যেমে ট্রেনের টিকিট কাটতে পারেন। এছাড়াও বিকাশ থেকে বা shohoz সাইট থেকে আপনারা টিকিট কাটতে পারেন।
