ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তথ্য

ঢাকা-টু-সান্তাহার-ট্রেনের-সময়সূচী-ও-ভাড়ার তথ্য
প্রিয় ট্রেন যাত্রী আপনারা নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে। তাই দয়া করে এখানে দেওয়া তথ্য ভালো করে পড়বেন এবং আপনার ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য নিয়ে ট্রৈন ভ্রমন করবেন। আশা করি এখানে দেওয়া ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী আপনাদের অনেক উপকারে আসবে।

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য নিয়ে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। যে সকল ট্রেন যাত্রী ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে জানেন না, ভয়ের কোন কারন নেই আমি আপনাদের সাথে সবসময় আছি। বাংলাদেশ রেলওয়ে থেকে সঠিক তথ্য নিয়ে আপনাদের মাঝে ধৈৗয়ার চেষ্টা করি। সান্তাহার টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে ক্লিক করুন

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়া জেনে ট্রেনের টিকিট সংগ্রহ করবেন। ট্রেন ভ্রমনের পূর্বে আপনার প্রয়োজনীয় জিনিস পত্র গুছিয়ে রাখবেন। ট্রেন সম্পর্কিত যে কোন প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। নিচে ছক আকারে ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী দেওয়া হলো।

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী অনুসারে বর্তমানে যে সকল আন্ত:নগর ট্রেন নিয়মিত চলাচল করে সেই সকল ট্রেনের নাম হলো নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস।


ট্রেনের নাম

ট্রেনের কোড

বন্ধের দিন

ছাড়ার সময়

পৌছার সময়

নীল সাগর এক্সপ্রেস

765

বুধবার

সকাল 06:45 মি:

সকাল 11:55 মি:

বুড়িমারী এক্সপ্রেস

809

বুধবার

সকাল 08:30 মি:

দুপুর 02:15 মি:

রংপুর এক্সপ্রেস

771

সোমবার

সকাল 09:10 মি:

দুপুর 02:45 মি:

একতা এক্সপ্রেস

705

নাই

সকাল 10:15 মি:

বিকাল 04:00 মি:

চিলাহাটি এক্সপ্রেস

805

শনিবার

বিকাল 05:00 মি

রাত 10:30 মি:

কুড়িগ্রাম এক্সপ্রেস

797

মঙ্গলবার

রাত 08:00 মি:

রাত 01:05 মি:

দ্রুতযান এক্সপ্রেস

757

নাই

রাত 08:45 মি:

রাত 01:55 মি:

লালমনি এক্সপ্রেস

751

শুক্রবার

রাত 09:45 মি:

রাত 03:35 মি

পঞ্চগড় এক্সপ্রেস

793

নাই

রাত 11:30 মি:

রাত 04:25 মি:


ঢাকা টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা

আপনারা নিশ্চয় ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে গেছেন।কারন উপরের ছকে সুন্দর ভাবে ট্রেনের সময়সূচী সম্পর্কে সাজিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের ঢাকা টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে ছক আকারে সুন্দর করে সাজিয়ে দিব। আপনাদের কোথাও কোন বুঝতে অসুবিধা হলে যে কোন প্রশ্ন করতে পারেন।


সিটের ধরন

ভাড়া

শোভন চেয়ার 

475 টাকা  

স্নিগ্ধা  

909 টাকা  

এসি সিট  

1087 টাকা 

এসি বার্থ

1678 টাকা 

উপসংহার

আশা করি ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ট্রেনের ভাড়া আপনাদের ভালো লেগেছে। আপনাদের উপকারে আসলে আমার লেখা পোস্টটি স্বার্থক হবে। কোন ট্রেন কখন ছাড়ছে এবং কত ভাড়া তা সঠিক ভাবে জেনে তার পর আপনার গন্তব্যের টিকিট সংগ্রহ করুন। অনলাইনে ঘড়ে বসে টিকিট সংগ্রহ করা যায়। দয়া করে থার্টপাটির কাছ থেকে টিকিক সংগ্রহ করবে না ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। 


ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ট্রেনে উঠা ও নামার সময় তাড়াহুড়া করবেন না। ট্রেন চলন্ত অবস্থায় উঠার চেষ্টা করবেন না। দশ দিন আগে থেকে ট্রেনের টিকি সংগ্রহ করা যায়। আপনার যাত্রা শুভ ও নিরাপদ হউক ধন্যবাদ। সান্তাহার টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে ক্লিক করুন

আপনাদের কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ঢাকা টু সান্তাহার প্রথম ট্রেনে কখন ছাড়ে এবং ট্রেনের নাম কি?

উত্তর: নীলসাগর এক্সপ্রেস ট্রেন সর্বপ্রথম সকাল 6:45 মিনিটের ঢাকা স্টেশন থেকে ছাড়ে। 


প্রশ্ন: ঢাকা  থেকে সান্তাহার রাতে কোন ট্রেন আছে কি?

উত্তর: ঢাকা টু সান্তাহার রাতে দুটি আন্ত:নগর ট্রেন রয়েছে। ট্রেন গুলো হলো কুড়িগ্রাম এক্সপ্রেস রাত 08:00 মিনিটের ছাড়ে এবং পঞ্চগড় এক্সপ্রেস রাত 11:30 মিনিটের ছাড়ে।


Previous Post Next Post

نموذج الاتصال